Bangladesh: এটাই বদলের বাংলাদেশ! বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা, গ্রাম ছাড়া করার হুমকি
Bangladesh: আব্দুল হাই কানু স্থানীয় পাতড্ডা বাজারে বাজার করতে বের হন। এসময় স্থানীয় কয়েকজন তাকে ধরে নিয়ে যায় কুলিয়ারা হাইস্কুলের সামনে। সেখানে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয় এবং শারীরিক হেনস্থা করে তারা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশছাড়া হওয়ার পর অনেকের জন্যই এবার দুর্বিষহ হয়ে উঠছে বদলের বাংলাদেশ। জুলাই বিপ্লবকে বাংলাদেশের অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলেও উল্লেখ করেন। তারই 'নিদর্শন' এবার মিলল কুমিল্লায়। এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে শারীরিক হেনস্থা করে পরানো হল জুতোর মালা। দেওয়া হল গ্রাম ছাড়ার হুমকি। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-দেশ ছেড়ে পালিয়েছিলেন! শেখ হাসিনাকে ফেরাতে ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি ঢাকার...
গত রবিবার নক্কারজনক ওই ঘটনাটি ঘটেছে কুমিল্লার লুদিয়রা গ্রামে। নিগৃহিত ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। অনেকে বলছেন একমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্যই হেনস্থা করা হয়েছে আব্দুল হাইকে। অথচ ওই আব্দুল হাই এলাকায় আওয়ামী লীগ এমপির হুমকির জেরে ৮ বছর এলাকাছাড়া ছিলেন।
ভাইরাল হওয়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একাধিক যুবক ও মধ্যবয়সী এক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে ধরে আনেন। তার গলায় জুতার মালা পরানো। এ সময় পাশ থেকে একজন বলছেন, তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। অপরজন বলছেন, কুমিল্লা থেকে বের হয়ে যেতে।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আকুতি করে বাড়ি থেকে বের হবেন না বললে মধ্যবয়সী ব্যক্তি বলেন, ‘আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি?’ এসময় আরেকজন বলে ওঠেন, ‘আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন?’ এসময় তাকে (কানু) হাতজোড় করে সবার কাছে মাফ চাইতে শোনা যায়। একপর্যায়ে তাকে দুই হাত ধরে দুজন ব্যক্তি সামনের দিকে নিয়ে যান।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু স্থানীয় পাতড্ডা বাজারে বাজার করতে বের হন। এসময় স্থানীয় কয়েকজন তাকে ধরে নিয়ে যায় কুলিয়ারা হাইস্কুলের সামনে। সেখানে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয় এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন তারা। এ ঘটনার পর থেকে লোকলজ্জায় গা ঢাকা দিয়েছেন নির্যাতনের শিকার ওই বীর মুক্তিযোদ্ধা। তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারাও আত্মগোপনে চলে গেছেন। এদের ধরতে পুলিশ এরইমধ্যে অভিযান শুরু করেছে।
এনিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। প্রশ্ন উঠছে, এটাই কি বদলের বাংলাদেশ? এটাই কি দেশের দ্বিতীয় স্বাধীনতা? ঘটনার পর অসুস্থ ওই মুক্তিযোদ্ধাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০ থেকে ১২ আমাকে একা পেয়ে জোর করে জুতার মালা গালায় দিয়ে ভিডিও করে। আমি বিগত সময়ে তাদের কোনো ক্ষতি করিনি। বিচার কার কাছে চাইব, মামলা দিয়ে আর কী হবে? এমন বাংলাদেশের জন্যই কি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম?’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)