ওয়েব ডেস্ক: ২০১২ ছবিটার কথা মনে আছে। প্রবল ভূমিকম্প আছড়ে এসে পড়েছিল ক্যালিফোর্নিয়ায়। আর মাটির তলা থেকে উপরে উঠে এসেছিল সমুদ্রের জল। সেই জলের তোড়ে প্রশান্ত মহাসাগরের তলায় তলিয়ে গিয়েছিল আস্ত একটা একটা শহর। এরকমই এক দৃশ্য দেখা গেল ভূমিকম্প বিধবস্ত কুমামোতো শহরের। তবে মাটির তলা থেকে জল নয়, বেড়িয়ে আসছে ফ্যানা। রাস্তা ঘাট ভর্তি করে গোটা শহর জুড়ে শুধুই ফ্যানা। কিন্তু কোথা থেকে আসছে এত ফ্যানা? মাটির তলায় কী এমন হয়েছে যে উপরে উঠে আসছে শুধু ফ্যানা? এর কোনও সদুত্তর কারওর কাছে নেই। তবে অনেকের ধারণা মাটির নিচে কোনো জলের পাইপ ফেটে গেছে ভূমিকম্পের জেরে। আর সেখান থেকেই হয়তো এই ফ্যানার উৎপত্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারের সকাল। ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার সস্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। ভেঙে পড়ল একের পর এক বাড়ি। রাস্তা ভেঙে দু'ভাগ হয়ে গেল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। ভূমিকম্পের এই ভয়াবহতা ছাড়াও কুমামোতো শহরে ঘটেছে এই অদ্ভূত ঘটনা।