নিজস্ব প্রতিবেদন : যেন কোনও বলিউড ফিল্মের দৃশ্য, যেখানে নায়িকা বিপদে মহাকাব্যিক বিক্রমে এসে তাঁকে রক্ষা করেন নায়ক। পলকে নয়নের মণি হয়ে ওঠেন দর্শকদের। আর এবার সেই ফিল্মি প্লটের মতো ঘটনার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : শুধু মাহিরা নন, লন্ডনে আরও একজনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন রণবীর?
যে ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে থেকে গাড়ি আসছে দেখতে না পেয়ে আচমকাই রাস্তা পার হতে যান এক তরুণী। কিন্তু, গাড়ি চাপা পড়ার আগে ওই মহিলাকে যে ছোঁ মেরে সেখান থেকে সরিয়ে নিয়ে যান অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। কিন্তু, মহিলা উঠে দাঁড়াতে না দাঁড়াতেই গায়েব হয়ে যান ওই রহস্যময় পুরুষ। 
শুধু ওই মহিলা নন, গাড়ি থেকে নেমে আসেন চালক ও যাত্রীরাও, কিন্তু কাউকেই আর ওই মহিলার আশপাশে দেখা যায়নি। আর ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কে ওই ব্যক্তি, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে নেটিজেনদের মধ্যে।
চলতি বছরের ১৮ জুন ওই সিসিটিভিতে ধরা পড়ে ওই ফুটেজ। তারপরই বিষয়টি ভাইরাল হয়। যদিও নেটিজেনদের একাংশের দাবি, ওই ভিডিওটিতে কারচুপি করা হয়েছে। ওই ভিডিওর সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।


দেখুন সেই ভিডিও..