নিজস্ব প্রতিবেদন: বাংলায় চলছে প্রথম দফার ভোটগ্রহণ। তখন বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দিরে পুজো-অর্চনা করছেন প্রধানমন্ত্রী। তারপর চলে গেলেন মতুয়াদের মতাতীর্থ ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। শুধু গেলেন না, বরং মতুয়াদের জন্য তাঁর কতটা আবেগ, তাও ব্যক্ত করতে ভুললেন না নরেন্দ্র মোদী (Narendra Modi)।           


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের আগে ওড়াকান্দিতে মতুয়াতীর্থে মোদীর সফরে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করছে এপার বাংলার বিরোধীরা। ঠাকুরবাড়িতে গিয়ে মোদীও (Narendra Modi) ভাষণে বোঝানোর চেষ্টা করলেন- 'আমি তোমাদেরই লোক।' মনে করিয়ে দিলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই এলেন ওড়াকান্দিতে। এ দিন মোদী (Narendra Modi) বলেন,'কে ভেবেছিল ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দি আসবেন! ভারতে মতুয়া সম্প্রদায়ের লক্ষাধিক ভাইবোন এখানে এসে যা অনুভব করেন, আমারও তেমনই অভিজ্ঞতা হচ্ছে। তাঁদের তরফে পুণ্যভূমির চরণ স্পর্শ করলাম। কয়েক বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা করেছি। ২০১৫ সালে বাংলাদেশ এসে এখানে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলাম। এই পবিত্র মুহূর্তের অপেক্ষা করেছিল বহুবছর। আজ সেই আশাপূরণ হল।'


ঠাকুরনগরের মতুয়াবাড়ির সঙ্গে তাঁর সম্পর্কের কথাও উল্লেখ করেছেন মোদী (Narendra Modi)। তাঁর কথায়,'আমি নিয়মিত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পরিবারের সান্নিধ্য পেয়েছি। ঠাকুরনগরে গিয়েছিলাম, পরিবারের সদস্যের মতো ভালোবাসা ও স্নেহ দিয়েছিলেন মতুয়া ভাই-বোনেরা।'


অতিসম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অমিত শাহের (Amit Shah) মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এ দিন তাঁর তারিফ করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন মোদী। বলেন,'শান্তনু ঠাকুর সংসদে আমার সতীর্থ। এটা আমার সৌভাগ্য। বয়সে ছোট হলেও ওঁর কাছ থেকে অনেক কিছু শিখি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ উনি অনুসরণ করেন। অত্যন্ত কর্মঠ উনি। দিনরাত মানুষের জন্য কাজ করেন।'


গত লোকসভা ভোটে মতুয়াদের সিংহভাগ ভোটই গিয়েছে বিজেপির ইভিএমে। কিন্তু,নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরে বিলম্ব ও প্রার্থী নিয়ে মতুয়ারা খানিকটা রুষ্ট। ঠাকুরনগরে গিয়ে অমিত শাহ সামাল দেওয়ার চেষ্টা করেছেন। প্রার্থী করা হয়েছে সুব্রত ঠাকুরকে। বাংলাদেশ সফরে সে দেশের মতুয়াদের সম্বোধন করতে গিয়ে এদেশের ভোটারদের মোদী বার্তা দিলেন মত অনেকের।


আরও পড়ুন- WB Election Voting first phase: অডিয়ো: 'আমাদের একটু সাহায্য করে দাও না,' নন্দীগ্রামের BJP নেতাকে ফোন Mamata-র