নিজস্ব প্রতিবেদন: বাঙালি দার্জিলিং থেকে হিমালয় দেখতেই অভ্যস্ত। খুব বেশি হলে নেপাল কিংবা ভুটান। কিন্তু মহাকাশ থেকে হিমালয় দেখতে তেমন? জানেন? সম্প্রতি সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাসার (NASA) মহাকাশচারি Mark T. Vande Hei। তাঁর শেয়ার করা তুষারাবৃত হিমালয়ের ছবিতে মুগ্ধ নেটিজেনরা।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেবল মার্ক একা নন। নাসার আরও এক মহাকাশচারি Shane Kimbrough শেয়ার করেছে রাতের তুরিনের ছবি। ইতালি এই শহরের আলোকজ্জ্বল ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।     




গত ২৯ মে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) থেকে পৃথিবীর চারটি মনমোহিনী ছবি শেয়ার করেছিলেন মহাকাশচারিরা। প্রথমটি ভারত মহাসাগরের Mauritius and Reunion দ্বীপের রাতের বেলার ছবি। দ্বিতীয়টি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ-পূর্বের তাসমান সাগরের ছবি, তৃতীয়টি রাতের ইতালি এবং চতুর্থটি পূর্ব এশিয়ায় সূর্যোদয়ের ছবি।