ওয়েব ডেস্ক : ধীরে ধীরে পৃথিবীর আকাশে ঢুকছে সে। একেবারে 'লাইভ' ভিডিও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পৃথিবীর আকাশে ফের দেখা গেল UFO। কোনও গাঁজাখুরি নয়। ধরা পড়ল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বসানো NASA-র ক্যামেরাতে। অন্যদিনের মতই সেদিনও, ৯ জুলাই, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ক্যামেরা নজর রাখছিল মহাজাগতিক বিষয়বস্তুর উপর। এমন সময়ই ভিডিওয় লাইভ ধরা পড়ে UFO। আর সেখানেই কেটে যায় ভিডিওটি।


ক্যামেরা ধরা পড়া বস্তুটি আসলে কী সেই নিয়ে শুরু হয়েছে পরীক্ষা। তবে কী কারণে, অজ্ঞাত ওই উড়ন্ত বস্তুটি পৃথিবীর আকাশে ঢোকার পরই ক্যামেরাটি বন্ধ হয়ে যায়, সেটাই আশ্চর্যের।


দেখুন সেই ভিডিওটি,