নিজস্ব প্রতিবেদন: নাসা একটি নক্ষত্রখচিত মহাকাশের ছবি পোস্ট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে। এই আলোর উৎসবে তারা হাবল টেলিস্কোপে তোলা ছবিটি শেয়ার করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবিটি অপূর্ব সুন্দর, বিস্ময়কর। তারায় তারায় ঠাসা এক খণ্ড ঘন কালো আকাশ নক্ষত্রালোকে দীপ্তিমান। মিল্কি ওয়ের কোল ঘেঁষে থাকা এই নক্ষত্রচিত্র মুগ্ধ করেছে সমস্ত নেটিজেনকে। এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য সকলে নাসা কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন।


আরও পড়ুন: Sphinx: গলে গিয়ে স্ফিংস যেন 'এ ফোর সাইজ' কাগজ!


অবশ্য শুধু ছবিই নয়, এমন অভিনব উপায়ে দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্যেও সকলে নাসা'কে ধন্যবাদ জানিয়েছে। 
  
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Diamond: প্রায় আঁস্তাকুড় থেকেই ফিরল ২৩ কোটি টাকা!