ওয়েব ডেস্ক: চাঁদে ফের মানুষ পাঠাবে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য হল মঙ্গলে মানুষ পাঠানোর আগে ফের চাঁদে মার্কিন ‌যুক্তরাষ্ট্রের উপস্থিতি জানান দেওয়া। এনিয়ে নাসা-কে প্রয়োজনীয় নির্দেশিকাও পাঠাবে ট্রাম্প প্রশাসন। এমনটাই জানিয়েছেন মার্কিন উপ রাষ্ট্রপতি মাইক পেনস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভার্জিনিয়ায় ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে এক অনুষ্ঠানে পেনস বলেন, আমরা ফের চাঁদে মানুষ পাঠাব। শুধু মার্কিন পতাকা ওড়ানোই নয় সেখানে আরও বড় উদ্দেশ্যে নিয়েই ‌যাবে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। মঙ্গল ও তার বাইরেও মানুষকে পাঠাব আমরা।


এ ব্যাপারে নাসার আধিকারিক রবার্ট লাইটফুটের মন্তব্য, মহাকাশে বিভিন্ন গ্রহকে কীভাবে মানুষ কাজে লাগাতে বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা ‌যায় তা নাসাকে খতিয়ে দেখতে বলা হয়েছে। এক্ষেত্রে চাঁদে দীর্ঘ সময়ের জন্য থেকে কীভাবে গবেষণা করা ‌যায় তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।


আরও পড়ুন-কমছে GST, সস্তা হচ্ছে এসি রেস্তরাঁয় খাওয়াদাওয়া