ওয়েব ডেস্ক: ২০০৬ সাল, গোটা পৃথিবী দেখেছিল পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা নেপাল কেমন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ২৪০ বছরের পুরাতন হিন্দু রাজতন্ত্র থেকে 'স্বাধীনতা' ছিনিয়ে এনেছিল নেপাল। রাজতন্ত্র থেকে নেপাল প্রথমবার নিজেকে প্রতিষ্ঠিত করল ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেব। এরপর একটানা দুই দশক নেপাল পেয়েছে রাষ্ট্রের শাসন। এবার নেপালের সরকার সিদ্ধান্ত নিয়েছে, 'ভোটে নিজেদের সামিল করবে'। ২০ বছরে এই প্রথমবার নেপালে অনুষ্ঠিত হতে চলেছে আঞ্চলিক ভোট। নেপালের মানুষ নিজেদের মত দানের অধিকারকে স্বীকৃতি দিতে পারবে ১৪মে, সেদিনই নেপালে অনুষ্ঠিত হবে ভোট। (দেশের প্রেসিডেন্ট পদে ওবামাকে চাইছে ফ্রান্স)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


"সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। গোটা নেপালে এক দফাতেই ভোট আয়োজিত হবে", নেপাল সরকারের ক্যাবিনেট আলোচনার পর এমনটাই জানান প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। 


"ভোট গণতন্ত্র সুরক্ষার এক এবং অভিন্ন বৈজ্ঞানিক পক্রিয়া। দেশের সংবিধান, নেপালের নাগরিকদের মৌলিক অধিকারকে সুরক্ষিত করতে হলে ভোট আবশ্যিক", নেপালের ভোট আয়োজনের সিদ্ধান্তের পর এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।(বাংলা ভাষার 'কপিরাইট' কেবল বাংলাদেশের একার নয়