জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাপস্টোন, ইংরেজি বানানে CAPSTONE-- 'সিসলুনার অটোনমাস পজিশনিং সিস্টেম টেকনোলজি অপারেশনস অ্যান্ড নেভিগেশন এক্সপেরিমেন্ট'। নিউ জিল্যান্ড থেকে উৎক্ষেপনের একদিন পরে এই 'ক্যাপস্টোন' পৃথিবীর সংসার সীমান্ত ছাড়িয়ে চলেছে চাঁদের বাড়ির দিকে। নভেম্বর নাগাদ এটি চাঁদে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ছ'দিন ধরে ফোটনের ইঞ্জিন সাতবার অগ্নি নিক্ষেপ করে সর্বোচ্চ কক্ষপথে পৌঁছনোর চেষ্টা করেছে। দূরত্ব কম নয়। পৃথিবী থেকে ৮১০০০০ মাইল। এখন স্পেসক্র্যাফ্টটি নিজের মধ্যেই জ্বালানির শক্তি নিয়ে ছুটে চলেছে, তাকে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে যেতে হবে। নভেম্বর মাসের ১৩ তারিখে যানটি চাঁদের কক্ষপথে পৌঁছবে।


ক্যাপস্টোন মিশন সফল হলে তা নিঃসন্দেহে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বড় অর্জন হতে চলেছে। চাঁদ সম্বন্ধে অনেক কিছু যেমন মানুষ জেনেছে, আরও আরও কতকিছু অজানা তার। এই ধরনের মিশন সফল হলে সেই অজানার ভাগটা কিছুটা কমবে। চাঁদের বাড়ি সম্বন্ধে কত নতুন তথ্য সমৃদ্ধ করবে হালের মহাকাশবিজ্ঞানকে।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Pollution: প্রতি বছর প্রায় ১ কোটি মানুষের মৃত্যু ঘটছে এই কারণে! দেখে নিন কোথায়, কেন...