ওয়েব ডেস্ক: কে বলে মেয়েরা ২০-তেই বুড়ি! বরং কিছু মেয়ে তো ২০ বছরের ছেলেদেরও দিব্যি বুড়ো বানিয়ে দিতে পারেন। অন্তত, নিকোলা গ্রিফন তো তেমনই অসাধ্য করেছেন। এতদিনের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন এই ভদ্রমহিলা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্পোর্টস ইলাস্ট্রেড স্যুইমস্যুটের ইস্যুতে তাঁর ছবি ছাপা হল। ভাবেছন এতে আবার এত কথার কী আছে! আছে, আছে। কারণ, নিকোলা গ্রিফনের বয়স মাত্র ৫৬ বছর! তাঁর দুটো সন্তানও রয়েছে। আজকের দিনে যারা বিকিনি পরে ফোটেশুট করেন তাঁদের থেকে বয়সে প্রায় ৪০ বছরের বড়।  নিকোলা বলেছেন, 'আসলে শরীর ধরে রাখতে মনকে শান্ত রাখতে রাখতে হয়। সতেজ রাখতে হয়। ২০ বছর বয়স আর ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতাই শারীরিক সৌন্দর্যের মাপকাঠি নয়। আমার ছেলেরাই তো এখনও বিশ্বাস করছে না! বলছে, মা তোমার নামে যেসব খবর বেরোচ্ছে, এগুলো সত্যি!'