ওয়েব ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের সলতেয় আগুন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। তাই এবার তার প্রভাবও ভুগতে হবে তাঁকেই! ট্রাম্পের উদ্দেশে এবার সরাসরি হুমকি উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো-র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর কোরিয়ার পর পর পারমাণবিক মিসাইল পরীক্ষার জেরে গত কয়েকমাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে সঙ্গে স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এমনকি, তাদের সেই কাজকে কড়া ভাষায় নিন্দা করায় মার্কিন প্রশাসনকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পাল্টা হুঁশিয়ারি এসেছে ট্রাম্পের থেকেও।


সম্প্রতি রাশিয়ার এক সংবাদ সংস্থায় কথা বলতে গিয়ে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো বলেন, ''নিজেদের নিরাপত্তা বৃদ্ধি ও শান্তি স্থাপনের জন্য আমরা পরমাণু শক্তিধর হয়ে উঠেছি। এটা নিয়ে অকারণ আলোচনার কোনও অবকাশ নেই।'' ট্রাম্পকে এর আগে 'দুষ্টু রাষ্ট্রপতি' বলেও সম্বোধন করেন রি।


আরও পড়ুন- কিম সরকারে যোগ দিলেন ভুয়ো সেক্স টেপ খ্যাত প্রাক্তন বান্ধবী