নিজস্ব প্রতিবেদন: উত্তর কোরিয়ায়ার নেতা কিম জং উন মানেই পুরমাণু অস্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখা। সেই কিম-ই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাফ জানালেন ২০২১ সাল খুব খারাপ গিয়েছে। ২০২২ সালে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে দেশকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার বসেছিল দলের সেন্ট্রাল কমিটির বৈঠক। সেখানেই অস্ত্রের পেছনে দৌড়নোর পরিবর্ত খাদ্য উত্পাদনের উপরে জোর দিলেন কিম। গত দেড় বছরে অতিমারীর কারণে দেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন কিম। তাদের দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। এদিন দলের বৈঠকে আগামী বছরে চ্যালেঞ্জকে 'বাঁচা মরার লড়াই' বলে বর্ণনা করেছেন। কিম বলেছেন, দেশের খাদ্য, বস্ত্র ও আবাসন সঙ্কটের সন্ধানে আমাদের যুদ্ধকালীন তত্পরতায় কাজ করতে হবে। এমনটাই জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।


আরও পড়ুন-নতুন বছরেই শুরু ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন, জেনে নিন নিয়ম 


করোনা পরিস্থিতিতে দেশে একাধিক বিধিনিষেধ ও সীমান্ত সিল করে দেওয়ার জন্য ২০২০ সালে গত ২ দশকের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্কুচিত হয়ে যায়। দেশে খাদ্য সংকট দেখা যায়। অক্টোবর মাসে রাষ্ট্রসংঘ হিউম্যান রাইটস বিশেষজ্ঞরা জানান উত্তর কোরিয়ায় রীতিমতো অনাহারের পরিস্থিতি।


গত বছর কিম জানিয়েছিলেন দেশের কাছে এখন একটাই চ্যালেঞ্জ তা হল করোনা ঠেকানো। এদিকে, করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র কেনা ও তার পেছনে টাকা ঢালা থামাননি কিম জং। এতেই সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)