ওয়েব ডেস্ক: লাদাখে প্যাংগং তীরবর্তী এলাকায় চিনা সেনার অনুপ্রবেশের তত্ত্ব কার্যত অস্বীকার করল চিন। এবিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে জানালেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হু চুনিং। এদিকে, গতকাল ভারতীয় বাহিনী দাবি করে যে, প্যাংগং এলাকায় চিনা ফৌজ অনুপ্রবেশের চেষ্টা করছে এবং পাথর ছোড়ার ফলে উভয় পক্ষেরই কিছু মানুষ আহত হয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হু চুনিং-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, "চিনা সেনা সবসময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অনুযায়ী নিজস্ব ভূখণ্ডেই থাকে। চিনা বাহিনী এবিষয়ে সর্বদা শান্তি ও স্থিতি বজায় রাখার পক্ষে"। এরপরই চিনা বিদেশ দফতরের মুখপাত্র ভারতকেও সীমান্তের নিয়ম ও রীতিনীতি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।


উল্লেখ্য, গত পঞ্চাশ দিন ধরে সিকিম সীমান্তে ডোকা লা এলাকায় প্রবল উত্তেজনার আবহে মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের সেনাবাহিনী। ওই এলাকায় ভারত, চিনের 'অবৈধভাবে' রাস্তা তৈরির প্রতিবাদ করায় এমন পরিস্থিতি উদ্ভুত হয়েছে। আর তারপর থেকেই দুই দেশের শীর্ষ প্রশাসনিক মহল থেকে পরস্পরের প্রতি কড়া বার্তা বিনিময় চলছে।