ওয়েব ডেস্ক : "অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সহযোগিতাকে। আপনার সহযোগিতাতেই আরও দৃঢ় হয়েছে ইন্দো-মার্কিন সম্পর্ক।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে কৃতজ্ঞতা উজাড় করে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, মোদীকে ফোন করে ওবামা প্রতিরক্ষা, অসামরিক পারমাণবিক শক্তি, জনসংযোগ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে নেওয়া যৌথ উদ্যোগগুলির জন্য ধন্যবাদ জানান। স্মৃতিচারণ করেন ২০১৫-র প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারত সফরেরও। ২০১৪-র সেপ্টেম্বরে হোয়াইট হাউসে প্রথমবার দেখা হয় দুই রাষ্ট্রনেতার। তারপর থেকে প্রায় ৮ বার দুই রাষ্ট্রনেতার মধ্যে সাক্ষাত্ ঘটেছে।


আরও পড়ুন, খুঁজে পাওয়ার আগেই খোঁজা শেষ হল MH370-র