ওয়েব ডেস্ক: একই সঙ্গে একহাতে করে চালিয়ে ‌যাচ্ছেন ১৫টি ধারালো কাঁচি। আর তৈরি করে ফেলছেন নানান ধরনের স্টাইলিশ হেয়ারকাট। নিমেষে। মাত্র ২০ মিনিটেই হয়ে ‌যাচ্ছে চুল কাটা। এভাবেই দীর্ঘদিন ধরে তাঁর ছোট্ট সেলুনে নতুন-নতুন হেয়ারকাট তৈরি করে ‌যাচ্ছেন বছর ৩৩-এর পাকিস্তানের লাহোরের হেয়ার স্টাইলিস্ট সাদিক আলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলাপ করুন এই সেই সাদিক আলি...



পাকিস্তানে সাদিক তাঁর এই অভিনব হেয়ারকাট পদ্ধতির জন্য বেশ জনপ্রিয়। সাদিকের কাছেই চুল কাটেন ক্রিকেটার উমর আকমল, সোহেল তনভির, ইনজামাম-উল-হক ও পাক ক্রিকেট দলের কোচ মিকি আর্থারও।


তবে একাধিক কাঁচি ব্যবহার করে এই চুল কাটার অনুপ্রেরণা সাদিক পেয়েছেন চিনা হেয়ার স্টাইলিশ জিডং ওয়াঙ-এর কাছে। ২০০৭- এ একই সঙ্গে ১০টি কাঁচি ব্যবহার করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলেন জিডং ওয়াঙ। সাদিক এখন সেই রেকর্ড ভেঙে দিয়ে একসঙ্গে ১৫টি কাঁচি ব্যবহার করে চুল কাটছেন। 


আরও পড়ুন- লন্ডনে ভূগর্ভস্থ ট্রেনে বিস্ফোরণের দায় স্বীকার আইসিস-এর