ওয়েব ডেস্ক : তিনি প্রেসিডেন্টের মেয়ে! কিন্তু, তাতে কী হয়েছে? তা বলে তো আর নিজেকে সাবলম্বী হওয়া থেকে আটকানো সম্ভব নয়। আর তাই সেই সেই কাজেই পা বাড়ালো বারাক ওবামার ছোটো মেয়ে সাশা ওবামা। গরমের ছুটিতে এখন ওবামা কন্যা একটি রোডসাইড ক্যাফেতে চাকরি করছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আইসিস-এর প্রতিষ্ঠাতা হলেন হিলারি ক্লিটন, বললেন ট্রাম্প


সাশার বয়স ১৫। এতদিন ধরে হোয়াইট হাউজের বিলাসিতায় নিজেকে বেড়ে উঠতে দেখেছে সে। তুবও, সেশের নিয়ম অনুসারে নিজেকে সাবলম্বী করে তুলতেই হবে। আর তাই এবার গরমের ছুটিতে বাবা বারাক ওবামার বন্ধুও ক্যাফেতেই শুরু করে দিল চাকরি। যদিও, তার নিরাপত্তার জন্য় সেখানে মোতায়েন রয়েছে ৬ জন নিরাপত্তা রক্ষী। দিনে ৪ ঘণ্টা ধরে সেখানে কাজ করেছে সাশা। শুধু তাই নয়, সেখানে অত্যন্ত মন দিয়েই কাজ করছে সে।