ওয়েব ডেস্ক : মানুষের মন যদি চায়, তাহলে কী না হয়? মনের জেদের কাছে, জোরের কাছে হার মানে যেকোনও শারীরিক প্রতিবন্ধকতা। ঠিক যেমন হার মেনেছে এই মানুষটির কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জন্ম থেকেই অন্ধ। চোখে দেখতে পান না। আলো, জল, গাছপালা, নদী, সমুদ্র, পাহাড়, পাখি কেমন হয়, নিজে চোখে দেখেননি কোনওদিন। কিন্তু তারজন্য কোনটা কোন পাখি সেটা চিনে নিতে অসুবিধা  হয় না তাঁর। না দেখে, শুধু ডাক শুনেই চিনের নিতে পারেন ৭২০টি প্রজাতির ৩০০০ পাখি। উরগুয়ের এই 'বিস্ময় শ্রোতা'-র নাম জুয়ান পাবলো কুলাসো। বয়স মাত্র ২৯ বছর।



এখন জুয়ানের নতুন শখ, প্রকৃতির নানারকম শব্দ রেকর্ড করে তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা। সম্প্রতি আন্টার্কটিকা থেকে ঘুরে এলেন মাস দুয়েক। পৃথিবীর শীতলতম, রহস্যজনক মহাদেশ থেকে রেকর্ড করে এনেছেন এমনই কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ।