ওয়েব ডেস্ক: পাইলটের দক্ষতা ও বিমানকর্মীদের তত্পরতায় এযাত্রায় রক্ষা পেলেন ১৪২ জন বিমানযাত্রী। দশকের ভহাবহতম বিমান বিপর্যয়ে তোলপাড় মার্কিন যুক্তরাষ্ট্রে। ফিলাদেলফিয়া বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। ঘটনায় মৃত্যু হয়েছে ১ বিমানযাত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সের উড়ান ১৩৮০। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ডালাস যাচ্ছিল বিমানটি। উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম দিকের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় একটি কাচের জানলা। বিমানের ভিতর থেকে উড়ে বেরোতে থাকে যাবতীয় আলগা সরঞ্জাম। বাতাসের তীব্র গতি জানলায় টেনে নেয় এক প্রবীণ মহিলাকে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ১৫ মিনিটের মধ্যে বোয়িং ৭৩৭ বিমানটিকে ফিলাদেলফিয়া বিমানবন্দরে অবতরণ করান পাইলট। বিমানে ১৪৩ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মী ছিলেন। 



ফিলাদেলফিয়া ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, বিমান অবতরণের পর ৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা ছিল গুরুতর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে মার্কিন অসামরিক বিমান চলাচল নিয়ামক এফএএ। ঘটনার তদন্ত শুরু করেছে বিমানটির নির্মাতা সংস্থা বোয়িংও। 


তরল রাসায়নিক প্রয়োগ হয়েছিল সের্গেই স্ক্রিপালের শরীরে, দাবি ব্রিটেন পুলিসের



ফ্লাইটরেডার ২৪-এর তথ্য বলছে উড়ান শুরুর পর স্বাভাবিকভাবেই নির্দিষ্ট উচ্চতায় উঠছিল বিমানটি। উড়ান শুরুর পর প্রায় ২০ মিনিট পর বিমান যখন ৩১,৬৮৪ ফুট উচ্চতায় তখন বিমানের বাঁ দিকের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, বিমান পরিবহণে অত্যন্ত নির্ভরযোগ্য বোয়িং ৭৩৭। কী ভাবে সেই বিমানে এমন ভয়াবহ বিপর্যয় ঘটল তা তদন্তসাপেক্ষ। বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান রক্ষণাবেক্ষণ বিধি বেশ কড়া। সেক্ষেত্রে ত্রুটি ধরা পড়লে শাস্তির মুখে পড়তে পারে সাউথওয়েস্ট এয়ারলাইন্স।