নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে সমালোচনার ঝড় বইলেও রসিয়ে রসিয়ে মজাও নিল সোশ্যাল মিডিয়া। কী সেই দৃশ্য? ওরাংওটাংয়ের সুখটান। ইন্দোনেশিয়ার বানদুংয়ের একটি চিড়িয়াখানায় ওরাংওটাংকে ধূমপান করতে দেখা গেল। যে কোনও স্টাইলিশ ধূমপায়ীদেরকে অনায়াসে হার মানায় ওই ওরাংওটাং। কিন্তু প্রশ্ন, কীভাবে ওরাংওটাংয়ের কাছে গেল সিগারেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কয়েক দশক ধরে যৌন হেনস্থার অভিযোগ, পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর


সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় ভিডিওয়ে দেখা গিয়েছে, চিড়িয়াখানায় এক ব্যক্তি ধূমপান করছিলেন। কিছুক্ষণ সুখটান নেওয়ার পরও বাকি সিগারেটের অংশ ওরাংওটাংয়ের দিকে ছুড়ে দেন। সুযোগ হাতছাড়া করেনি ওরাংওটাংও। এই দৃশ্য ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় নতুনত্ব নয়। এর আগেও দেখা গিয়েছে জীব জন্তুদেরকে এভাবে নেশা করতে।


আরও পড়ুন- ভুল করে আইফোন লক, ৪৭ বছর অপেক্ষা করতে বলল কর্তৃপক্ষ



প্রশ্ন উঠছে নিরাপত্তা এড়িয়ে কীভাবে মাদক দ্রব্য চিড়িয়াখানার ভিতর ঢুকছে? যদিও নিরাপত্তা রক্ষীর সাফাই, বাথরুম যাওয়ার সময় ওই ব্যক্তি প্রবেশ করে। চিড়িয়াখানায় খাবার বা কোনও মাদক দ্রব্য নিয়ে ঢোকা বারণ রয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।


আরও পড়ুন- পৃথিবীর সবেচেয়ে প্রাচীনতম বার্তা এসে পৌঁছল অস্ট্রেলিয়ার পারথে