ওয়েব ডেস্ক: তুমুল তুষারপাতের ফলে ইউরোপ জুড়ে মারা গেলেন প্রায় এক জডন মানুষ। উষ্ণতা গড়ে প্রায় মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুত্, যোগাযোগ এবং জল সংবহনের ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পোল্যান্ডে গত নভেম্বর থেকে তীব্র ঠান্ডায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৫। আরেকটি তাত্পর্যপূর্ণ পরিসংখ্যান সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, শেষ ছয়টি মৃত্যুর ঘটনার ক্ষেত্রে সকলেই উদবাস্তু এবং গৃহহীন।


আরও পড়ুন- নতুন তারার জন্ম


এদিকে, বরফে ঢেকেছে ভারতের সিমলা, মানালিও। তাপমাত্রার পারদ হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে। বরফে অবরুদ্ধ রাস্তা। রাস্তায় দাঁড়িয়ে সারি সারি পর্যটক বোঝাই গাড়ি। পানীয় জলের অভাবে সমস্যায় পড়েছেন পর্যটকরা। রোটাং পাস ও আশেপাশের এলাকা ইতিমধ্যে দশ থেকে পনের সেন্টিমিটার বরফের তলায়।


আরও পড়ুন- গির্জায় শিশুকে নিঃসংকোচে স্তন্যপান করান : পোপ ফ্রান্সিস