নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে বন্ধ। স্বাভাবিকভাবেই স্তব্ধ হোটেল ব্যবসা। আর তার প্রভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশ্বের অন্যতম বড় হোটেল সংস্থা Oyo Hotels & Homes।  আর তার ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে সফ্টব্যাঙ্ককে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ো রুমসের প্রধান রীতেশ আগরওয়ালের বয়স মাত্র ২৬ বছর। এই বয়সেই তিনি বিশ্বের অন্যতম বড় হোটেল ব্যবসার প্রতিষ্ঠাতা ও প্রধান। আর তার পেছনে তাঁর বিজনেস মডেলে জাপানের শিল্পপতি মাসাইয়োশি সোনের বিশাল অবদান ছিল। তাঁর সংস্থা সফ্টব্যাঙ্ক এন্জ সোন-এর বিনিয়োগের ফলে ফুলে ফেঁপে ওঠে ওয়োর হোটেল ব্যবসা। শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে হোটেল চেইন খোলে ওয়ো। 


২০১৯ সালে ওয়ো-এর মোট মূল্যায়ন দাঁড়ায় ১০ বিলিয়ন মার্কিন ডলারে। আর তারপরেই ওয়োর বৃহদাংশের শেয়ার কিনতে বিভিন্ন সংস্থা থেকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ নেয় আগরওয়াল। তাঁর এই ঋণের গ্যারেন্টার হিসাবে ছিলেন সফ্টব্যাঙ্কের প্রধান স্বয়ং। ফলে ভবিষ্যতে ওয়োর শেয়ার বাজারে দাম পড়ে গেলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে আগরওয়াল ও সফ্টব্যাঙ্ককে। চলতি বছরে এর মধ্যেই ১২ শতাংশ শেয়ারের দাম হ্রাস পেয়েছে ওয়োর। সোমবার এক ধাক্কায় ৩.৪ শতাংশ পতন হয় ওয়োর শেয়ারে।