নিজস্ব প্রতিবেদন: বিকিনি শো তো বোধহয় কম দেখেননি! কিন্তু গরুর মাংসের বিকিনি পরে মডেলদের র্যাম্প মাতাতে দেখেছেন কি?    সম্প্রতি ব্যতিক্রমী সেই দৃষ্টান্ত গড়লেন পাঁচ মডেল। গো-মাংস দিয়ে তৈরি বিকিনি পরে র্যাম্প মাতালেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু, কেন এই ব্যতিক্রমী পোশাকে র্যাম্পে হাঁটলেন তাঁরা?  দ্য মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হতেই এই অভিনব প্রতিবাদের পথে হেঁটেছেন তাঁরা।



মিস বাম বাম’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল ব্রাজিলে। সেখানেই পাঁচ জন মডেল এই প্রতিযোগিতায় নামেন। প্রায় ৫০ কেজি গো-মাংস মডেলদের বিকিনি তৈরিতে ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: কাজের একঘেঁয়েমি কাটাতে ১০০ জন রোগীকে ‘খুন’ করল নার্স


কিন্তু কেন গো-মাংসই ব্যবহার করা হল?


সংবাদপত্র দ্য মিররকে এক সাক্ষাত্কারে সে প্রশ্নের উত্তর দিয়েছেন এক মডেল। তাঁর কথায়, 'আমাদের শুধুমাত্র মাংসের দলা মনে করা হবে কেন?  অতিরিক্ত সেক্সি হওয়াটা কি অপরাধ? হলিউড অভিনেত্রীদেরও তো কত লালসার শিকার হতে হয়, সেক্ষেত্রে আপনারা কী অজুহাত দেবেন?’


যৌন হেনস্থার প্রতিবাদে সম্প্রতি শুরু হয়েছিল #Meetoo ক্যাম্পেন। সেখানে অনেকেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশ্ব জুড়ো আলোঢ়ণ ফেলেছিল সেই ক্যাম্পেন। এবার সেই আঁচ গিয়ে পড়ল ব্রাজিলেও।


আরও পড়ুন: সোমবার আকাশে 'মিলে যাবে' বৃহস্পতি ও শুক্র