নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় বায়ুসেনা জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংস করতেই জরুরি বৈঠকে বসল পাকিস্তান। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকঅধিকৃত কাশ্মীরে তিন জায়গায় জঙ্গিশিবিরে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার মিরাজ ২০০০ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেয় একের পর এক জঙ্গিশিবির। এর পরই সাত তাড়াতাড়ি বৈঠকে বসল পাকিস্তান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সার্জিক্যাল স্ট্রাইক ২: ভারতের কাছে মার খেয়েছি, টুইট করে মেনে নিল পাকিস্তানি সেনা


সূত্রের খবর, ভারতীয় বিমানহামলার পর জরুরি বৈঠক ডেকেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পাক বিদেশমন্ত্রকের কার্যালয়ে বসেছে এই বৈঠক। বৈঠকে অংশগ্রহণ করেছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশসচিব ও বরিষ্ঠ কূটনীতিকরা। 


মঙ্গলবার ভোর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বালাকোট, মুজফ্ফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ভোর ৩.৪৫ মিনিট থেকে ২১ মিনিট চলে অভিযান। অভিযানের কথা স্বীকার করে নিয়েছে পাক সেনা।