নিজস্ব প্রতিবেদন: লাইভ রিপোর্টিং একেই বলে! প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখে জান লড়িয়ে খবর সংগ্রহ হামেশাই করে থাকেন সাংবাদিকরা। খবরের সত্যতা তুলে ধরতে দু’বার ভাবেন না জীবনের কথা। এমন একাধিক নজির আমরা দেখেছি। তা বলে গলা জলে নেমে...। হ্যাঁ, বন্যার লাইভ রিপোর্টিং করতে গিয়ে অভিনব পন্থা নিলেন এক পাক সাংবাদিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা। ভেসে গিয়েছে প্রত্যন্ত অঞ্চল। বিপুল ক্ষতির মুখে চাষাবাদ। কিন্তু কতটা ভয়াবহ পরিস্থিতি? তার প্রমাণ দেখাতে একগলা জলে নেমে পড়েন আজ়াদার হুসেন নামে ওই সাংবাদিক। শুধু উুঁচিয়ে রয়েছে তাঁর মুন্ডু আর বুম। ওই অবস্থায় তিনি তুলে ধরলেন সিন্ধু নদের জল কতটা বিপদসীমার উপর দিয়ে বইছে।


আরও পড়ুন- আগামী ৮ অগাস্ট ভারতরত্নে ভূষিত হবেন প্রণব, জানাল রাষ্ট্রপতি ভবন



ওই পাক সাংবাদিকের রিপোর্টং দেখে তাজ্জব বনে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তাঁর সাহসকিতায় মুগ্ধ নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। কেউ বা মসকরা করে বলেছেন, একেই বলে খবরের গভীরে গিয়ে রিপোর্টিং করা।