নিজস্ব প্রতিবেদন: মার খেয়ে ফের পুরনো রাস্তাই ধরল পাকিস্তান। সোমবার রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় সেনা ‌যে অপারেশন চালিয়েছে তা অস্বীকার করল পাক বিদেশ মন্ত্রক। একইভাবে গত বছর সার্জিক্যাল স্ট্রাইকের সময়েও তা উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।
উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট সেক্টরে করা ওই অপারেশনে ৩ পাক সেনা জওয়ানের মৃত্যু হয়। গতবছর এই পাক অধিকৃত কাশ্মীরেই ঢুকে কমপক্ষে ৪০ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনার বিশেষ টিম। গুঁড়িয়ে দেয় বেশকিছু জঙ্গি লঞ্চপ্যাড। সেবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে পাকিস্তান বোঝানোর চেষ্টা করেছিল, ‌যে পাক মাটিতে ভারত কোনও অপারেশন চালায়নি। এবারও সেটাই করার চেষ্টা করছে তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পয়দা দিবসে মির্জা গালিবকে ডুডলে শ্রদ্ধার্ঘ   


মঙ্গলবার ভারতের ভারপ্রাপ্ত উপ-রাষ্ট্রদূতকে ডেকে ভারতের দাবির প্রতিবাদ করে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা বিনা প্ররোনায় গুলি চালাচ্ছে বলেও ভারতের বিরুদ্ধে দোষারোপ করেছে পাক বিদেশ মন্ত্রক। পাশাপাশি পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোনও ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা পার করেনি। দেশের লোককে তুষ্ট করার জন্য ভারতে মিডিয়া মিথ্যে প্রচার করছে।’
মঙ্গলবারই পাক সেনার মিডিয়া শাখা আইএসপিআর-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখায় রাওয়ালকোটের রুখ চখরি সেক্টরে প্রবল গোলাগুলি করে। এর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান।’ বুধবার পাক সেনার পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় সেনার গুলির পাল্টা জবাব দিতে গিয়ে গুলি চালিয়েছে পাকিস্তান। তবে মাটিতে পেতে রাখা আইইিডি বিস্ফোরণে ৩ পাক সেনার মৃত্যু হয়েছে।