নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে ক্ষমতাচ্যুত করার আগে কেন মধ্যরাত পর্যন্ত আদালত খোলা রাখা হয়েছিল, সেই প্রশ্ন তুলেছেন। বুধবার পেশোয়ারে এক সমাবেশে এ প্রশ্ন তোলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ৯ এপ্রিল ভোট গ্রহণে সময় বেঁধে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়ে ভোটাভুটি হচ্ছে কি না, তা দেখতে খোলা ছিল সর্বোচ্চ আদালত।  ৯ এপ্রিল অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। এরপর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ খান।


এদিকে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার প্রায় মধ্যরাত পর্যন্ত অনাস্থার উপর ভোটাভুটির কোনও আয়োজনই করেননি। নানা নাটকীয়তার পর স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। তিনি অধিবেশন পরিচালনার দায়িত্ব দেন জাতীয় পরিষদের আইনপ্রণেতা আয়াজ সাদিকের উপর। আয়াজ সাদিক অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির আয়োজন করেন। তারপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। পাকিস্তানের প্রথম কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।


এরপর বুধবারের সমাবেশে মধ্যরাতে আদালত খোলা রাখার বিষয়টি তোলেন ইমরান খান। তিনি বলেন, 'রাতেও আদালত খোলা ছিল কেন? আমি কি কোনো আইন ভঙ্গ করেছিলাম? কখনও তিনি জনগণকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে খেপিয়ে দেননি বলেও দাবি ইমরানের। এরপরই তীব্র আবেগের সঙ্গে ইমরান বলেন, 'আমি পাকিস্তানের জন্যই বেঁচে থাকব এবং পাকিস্তানের জন্যই মরব।'


পিটিআই চেয়ারম্যান ইমরান আরও খান বলেন, আমরা আমদানি করা সরকার মেনে নেব না।...আমাদের উপর এই লুটেরাদের চাপিয়ে দিয়ে পাকিস্তানকে অপমান করেছে যুক্তরাষ্ট্র।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)