ওয়েব ডেস্ক: উরিতে আক্রমণ করার পর থেকে প্রায় কিছুই করেনি ভারত। যা করেছিল, সবই মুখে। কিন্তু বলটা এবার ভারতের কোর্টেই। কারণ, গতকালের প্রত্যাঘাত। পাকিস্তানের সীমান্তে ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। আর তাই এবার ভারতীয় সেনা ঘরে ঢুকে প্রত্যাঘাত করায় আশঙ্কায় পাকিস্তান। সার্জিক্যাল স্ট্রাইকের কথা মুখে না মানলেও আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চার বছর পর অবশেষে ধরা পড়ল পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খান


পাঁচই অক্টোবর পাকিস্তানের জাতীয় আইনসভার যৌথ অধিবেশন ডাকা হয়েছে। গত কয়েকদিন ধরেই সীমান্তের ওপারে চলছে যুদ্ধের প্রস্তুতি। তার মধ্যেও ভারতীয় সেনা পাক সেনাকে বোকা বানানোয় চিন্তায় দুই শরিফ। 


আরও পড়ুন  শহিদদের জন্য তোলা টাকা, ওড়ানো হল শিল্পীদের সামনে!