ওয়েব ডেস্ক : পাকিস্তানের সংসদে অবশেষে পাশ হল হিন্দু ম্যারেজ বিল-২০১৭। এর জেরে সেদেশে এই প্রথম লাগু হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের জন্য কোনও পার্সনাল ল। গত বছর ২৬ সেপ্টেম্বর পাক সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীতি হয় এই বিল। আগামী সপ্তাহে সেদেশের রাষ্ট্রপতির কাছে বিলটি যাবে সইয়ের জন্য। তারপরই লাগু করা হবে এই আইন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'কম করেও ২০০ মহিলাকে ধর্ষণ করেছি!' জেরায় জানাল ISIS জঙ্গি


প্রসঙ্গত, এই নতুন আইনের ফলে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা বিবাহের নথিভুক্তিকরণের লিখিত সংশাপত্র পাবেন। আইনে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর। পাকিস্তানের পঞ্জাব, বালুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে লাগু হবে এই আইন। তবে, সিন্ধু প্রদেশে আগে থেকেই চালু রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট।