নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পাকিস্তানের জনগণ আজ, শনিবার নতুন ইতিহাসের অংশ হতে চলেছে। ইমরান খানকে পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটে হেরে গেলে ক্ষমতাচ্যুত হবেন ইমরান। জিতলে এ যাত্রায় টিকে যাবে ইমরানের গদি। তবে শোনা যাচ্ছে, অনাস্থা ভোটে ইমরানের বিদায় একরকম নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। 


কিন্তু নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হবেন? এটাই এখন লাখটাকার প্রশ্ন! শোনা যাচ্ছে ইমরানের পরে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ।


পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে শাহবাজ শরিফ। বাবা যখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তখন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ। দুই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতে দুই ব্যক্তির সামনেই কঠিন লড়াই ও বড় ধরনের অর্জনের হাতছানি।  


ইমরান খান বিদেশ থেকে আমদানি করা কোনো সরকার মানবেন না বলে ঘোষণা করেছেন আগেই। একমাত্র পাকিস্তানের মানুষের দ্বারা নির্বাচিত সরকারই মেনে নেবেন তিনি। তাই ভোটে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার। এখন দেখা যাক, কী হয় পাক পার্লামেন্টে, কে হন ইমরানের উত্তরসূরী!


আরও পড়ুন: Pakistan: "বিদেশী শক্তি ভারতের বিদেশনীতি নিয়ন্ত্রণ করতে পারে না", ভারতের প্রশংসায় Imran Khan


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)