প্রতিবেশীকে টেক্কা দিতে সাবমেরিন লঞ্চড ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা পাকিস্তানের!
ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) নামে পাকিস্তান সেনার জনসংযোগ দফতর সূত্রে খবর, জল থেকে স্থলে সফলভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি
নিজস্ব প্রতিবেদন: ডুবোজাহাজ থেকে উত্ক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করল পাক নৌসেনা। বাবর নামে এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- এ বার ৬০ মার্কিন কূটনীতিককে দেশ ছাড়া করল রাশিয়া
ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) নামে পাকিস্তান সেনার জনসংযোগ দফতর সূত্রে খবর, জল থেকে স্থলে সফলভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। আইএসপিআর-এর দাবি, পাক নিরাপত্তা রক্ষায় আত্মবিশ্বাস নিয়ে এসেছে বাবর ক্ষেপণাস্ত্র। তবে, বাবরের থেকে ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শব্দের বেগের প্রায় তিন গুণ জোরে ছোটে ব্রহ্মস।
আরও পড়ুন- মাত্র ১০ সেকেন্ডেই ভেঙে পড়ল ১৫ তলা ভবন
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যে সব দেশ পরমাণু অস্ত্র হামলার হুমকি দেয়, তাদের যোগ্য জবাব দিতে পারবে এই ক্ষেপণাস্ত্র। বাবুর ক্ষেপণাস্ত্র উত্ক্ষেরপণের সময় উপস্থিত ছিলেন পাক স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের ডিরেক্টর জেনারেল, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশনের চেয়ারম্যান এবং নাভাল স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ডের কম্যান্ডার। সফল উত্ক্ষেপণে শুভেচ্ছা জানিয়েছেন পাক রাষ্ট্রপতি মামনুন হুসেন এবং প্রধানমন্ত্রী শহিদ খাকন আব্বাসি।
আরও পড়ুন- কিমের পরমাণু নিরস্ত্রীকরণে আশ্বাস পেলেও বরফ গলছে না ট্রাম্পের