ওয়েব ডেস্ক:  পাকিস্তান সন্ত্রাসবাদকে নিজের দেশের একটা নীতি হিসেবে ব্যবহার করছে। রাষ্ট্রসংঘ আয়োজিত এক বিতর্কসভায় অংশ নিয়ে ইসলামাবাদকে এভাবেই চেপে ধরল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রসংঘে ভারতের পক্ষে এস শ্রীনিবাস বলতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গও টেনে আনেন। বলেন, কাশ্মীর আগেও ভারতের অংশ ছিল, ভবিষ্যতেও থাকবে। এবার এই সত্যিটা পাকিস্তানের মেনে নেওয়ার সময় হয়েছে।


শান্তির কথা বলতে গিয়ে শ্রীনিবাস বলেন, শান্তির অর্থ শুধু দেশের শান্তি নয়। বরং প্রতিবেশীদের সঙ্গেও শান্তি বজায় রাখাও একটি বড় বিষয়। কিন্তু আশ্চ‌র্যের বিষয় হল আমাদের প্রতিবেশীটি জঙ্গিদের আশ্রয় দেওয়া ও সন্ত্রাসবাদকে দেশের নীতি বানিয়ে ফেলার ক্ষেত্রে গোটা দুনিয়ার কাছে পরিচিত। গণতন্ত্র হিসেবে ভারত বরাবরই সাধারণ মানুষের স্বাধীন মতামতকে গুরুত্ব দিয়ে থাকে। মানুষের ওই অধিকার জঙ্গিদের হাতে নষ্ট হতে দেবে না ভারত।


আরও পড়ুন-'হেভিওয়েট' দোলার উঠে দাঁড়াতে দেরি, আইএনটিটিইউসি-তে বদলের ইঙ্গিত