নিজস্ব প্রতিবেদন: দিল্লি যুদ্ধের মানসিকতা থেকে সরে না এলে ভারতীয় বিমানের জন্য পাকিস্তান তার আকাশসীমা খুলবে না। সাফ জানালেন সে দেশের বিমান পরিবহন মন্ত্রকের সচিব শাহরুখ নুসরত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জারি রেড অ্যালার্ট


শুক্রবার নুসরত সংসদীয় কমিটিকে বলেন, বারবারই আমাদের আকাশসীমা খুলে দেওয়ার কথা বলছে ভারত। এনিয়ে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। ফরওয়ার্ড পোস্ট থেকে যুদ্ধ বিমানগুলিকে আগে সরাতে হবে ভারতকে। তার পরই আকাশসীমা খোলার কথা ভাববে পাকিস্তান।



উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বায়ুসেনার অভিযানের পরই নিজেদের আকাশাসীমা ভারতের জন্য বন্ধ করে দেয় পাকিস্তান। এর পরই পাকিস্তানের ওপর দিয়ে যাওয়া বিমানগুলির রুট বদলে দেওয়া। এতে, ভারতীয় বিমান সংস্থাগুলির অনেকটাই ক্ষতি হচ্ছে।


আরও পড়ুন-'ঘর ছাড়া' করার অভিযোগ, দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই FIR করলেন বিজেপি নেত্রী


নুসরত এদিন আরও বলেন, পাক বিমানের জন্য তাদের আকাশসীমা খুলে দিয়েছে বলে দিল্লি যা বলছে তা ঠিক নয়। পাক অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর মালয়েশিয়া থেকে পাকিস্তানি বিমান বাতিল করা হয়েছে। তখন থেকেই বন্ধ রয়েছে পাক আন্তর্জাতিক এযারলাইন্সের বিমান চলাচল।