ওয়েব ডেস্ক: চিনকে সঙ্গে নিয়ে এবার বৃহত্তর সার্ক গড়ার পথে পাকিস্তান।


উরি হামলার পর কূটনৈতিক চাপে কোণঠাসা পাকিস্তান। ইসলামাবাদে সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার কথা ঘোষণা করে দিল্লি। ভারতের সঙ্গেই সুর মেলায় নেপাল, ভুটান, বাংলাদেশ সহ সার্কভূক্ত দেশগুলি। এরপরই চিন, ইরান এবং প্রতিবেশী অন্যান্য মধ্য এশিয়ার দেশগুলিকে সঙ্গে নিয়ে বৃহত্তর সার্ক গড়ার লক্ষ্য পাকিস্তানের। পাকিস্তানের সংবাদপত্র ডনের রিপোর্টে প্রকাশ, দক্ষিণ এশিয়ায় ভারতের অর্থনৈতিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাতেই বৃহত্তর সার্কের উদ্যোগ নওয়াজ শরিফদের। ওই সংবাদপত্রের দাবি, নিউ ইয়র্কে সফররত পাকিস্তানের সংসদীয় দলের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে। পাকিস্তানি আইনসভার সদস্য মুসাহিদ হুসেন সইদ জানিয়েছেন, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাকিস্তানের গদার বন্দরের মাধ্যমে বাণিজ্যে শুধুমাত্র চিনই উপকৃত হবে না, উপকৃত হবে মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলিও। ভারতকেও বৃহত্তর সার্কে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু পাকিস্তানের এই উদ্যোগে কতটা সাড়া মিলবে? এখন সে প্রশ্নটাই  উঠতে শুরু করেছে।