ওয়েব ডেস্ক : দিন কয়েক পরই ভারতের স্বাধীনতা দিবস। আর তার আগে পাকিস্তানের একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করে সেখানে ভারতের জাতীয় সংগীত ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পোস্ট করা হল। কারা বা কোন দেশের হ্যাকাররা এই কাজ করেছে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভিনগ্রহীদের হাত থেকে পৃথিবীকে রক্ষার 'কোটি টাকার চাকরি' নাসায়


পাক সরকারের ওয়েবসাইট www.pakistan.gov.pk-তে বেশ কিছুটা সময় ধরে দেখা মেলে ভারতীয় জাতীয় সংগীত ও ১৫ অগাস্টের শুভেচ্ছা। ভারতীয় সময় দুপুর পৌঁনে ৩টে নাগাদ হ্যাক করা হয় ওয়েবসাইটটি। কয়েকজন টুইটার ব্যবহারকারী তার ছবি তুলে সেটি পোস্ট করে দিতেই হৈ চৈ পড়ে যায়। প্রসঙ্গত, দু'মাস আগে ৩০টি পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করা হয় কুলভূষণ যাদব ইস্যুকে কেন্দ্র করে।