ওয়েব ডেস্ক : ক্রমেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে অবনতি ঘটে চলেছে। সীমান্তে বারবার সংঘর্ষ বিরতি। দফায় দফায় ভারতীয় সেনা ক্যাম্পে পাক মদতপু্ষ্ট জঙ্গিদের হানা। গোটা বিশ্ব এই ঘটনার নিন্দায় নেমেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে নতুন করে বিতর্কে জড়াল পাকিস্তান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের বেকায়দায় সোনিয়া, রাহুল!


পাকিস্তানে থাকা ভারতীয় কূটনৈতিকের আপ্ত সহায়কের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে।


কী ঘটেছিল সেখানে?


ইসলামাবাদ হাইকোর্টে চলছিল একটি মামলা। সেখানে উপস্থিত ছিলেন ওই আপ্ত সহায়ক। সেই সময় আদালতের কর্মীরা তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেন বলে অভিযোগ। কিছুদিন আগে উজমা নামে এক ভারতীয় তরুনীর সঙ্গে বিয়ে হয় পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া এলাকার বাসিন্দা তাহির আলির। বিয়ের পর তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু, পাকিস্তানে গিয়ে উজমা জানতে পারেন তাহির আলি আগে থেকেই বিবাহিত। তার ৪টি সন্তান রয়েছে। আদালতে মামলা করেন উজমা। সেই মামলার শুনানি চলছিল ইসলামাবাদ হাইকোর্টে।