ওয়েব ডেস্ক:  ''এখনই কাশ্মীরের জন্য বিশেষ দূত নিয়োগ করা উচিত।'' রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে সুর চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি। কাশ্মীর ইস্যুতে এবার রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের দাবি তুললেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ, ''পাকিস্তান জন্মের প্রথম থেকেই ভারত তাদের সঙ্গে শক্রতা করে চলেছে।''  হুমকির সুরে বলেন, '' ভারত যদি নিয়ন্ত্রণরেখা টপকানোর চেষ্টা করে, তাহলে মুখের মতো জবাব দেবে পাকিস্তানও।'' তাঁর দাবি, জম্মু কাশ্মীরে গণভোট সংক্রান্ত পূর্ব নির্ধারিত প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘকে এগিয়ে আসতে হবে। আব্বাসি আরও বলেছেন, ''রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের উচিত, কাশ্মীরে এক বিশেষ দূত নিয়োগ করা। কাশ্মীর পরিস্থিতি তিনি ভালো করে বুঝতে পারবেন।'' 


উল্লেখ্য, আব্বাসি যখন রাষ্ট্রসঙ্ঘে বক্তব্য রাখছিলেন, তখনই রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বালুচ ও সিন্ধি স্বাধীনতা সংগ্রামীরা। তাঁদের দাবি, ''পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।''