Pakistan Economic Crisis: ২২৮ শতাংশ বৃদ্ধি? আগুন দাম ময়দা আর পেঁয়াজের! হাহাকার দেশজুড়ে...
Pakistan Economic Crisis: পাকিস্তানের দুর্দশা যেন ঘুচছেই না। ইমরান খানকে নিয়ে অচলাবস্থার মধ্যেই দীর্ঘদিন ধরে সেখানে মূলবৃদ্ধির জেরে ভয়ংকর দৈনন্দিন সংকটে সাধারণ মানুষ। তীব্র আর্থিক সংকটে জেরবার দেশ। এর জেরে চরম পর্যায়ে পৌঁছেছে মূল্য়বৃদ্ধিও!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) দুর্দশা যেন ঘুচছে না। ইমরান খানকে (Imran Khan) নিয়ে অচলাবস্থার মধ্যেই সেখানে মূলবৃদ্ধির জেরে ভয়ংকর দৈনন্দিন সংকটে পড়েছেন সাধারণ মানুষ। দু'বেলা পেট ভরে খাওয়া দূরের কথা, একবেলা একমুঠো চাল জোটাতেই কালঘাম ছুটছে সেখানকার সাধারণ মানুষের। তীব্র আর্থিক সংকট (Economic Crisis) সেখানে। আর তার জেরে চরম পর্যায়ে পৌঁছেছে মূল্য়বৃদ্ধি (Inflation)। যেজন্য ভয়ানক দুর্দশায় পড়েছে পাকিস্তান (Pakistan)।
আরও পড়ুন: Radioactive Tsunami: আবার এক ভয়ংকরতম সুনামির আশঙ্কা? জেনে নিন নতুন এই বিপদের রহস্য...
জানা গিয়েছে, অর্থবর্ষ শেষ হওয়ার আগেই পাকিস্তানের মূল্যবৃদ্ধির হার বেড়ে ৪৭ শতাংশে পৌঁছেছে! পাকিস্তান ব্যুরো অব স্টাটিস্টিক্স জানিয়েছে, পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার এই মুহূর্তে ৪৭ শতাংশে পৌঁছেছে! আর এর ফলে অত্যাবশ্যকীয় পণ্যের দাম সেদেশে হুহু করে বাড়ছে!
আরও পড়ুন: Washington: এবার ভারতীয় সাংবাদিকের উপর খালিস্তানিদের হামলা! চলল গালিগালাজ, লাঠিপেটাও...
আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য হতে বসেছিল। তারা আইএমএফের কাছ থেকে ১১০ কোটি ডলারের আর্থিক সাহায্য চেয়েছিল। এই ঋণ দেওয়ার আগে একাধিক শর্ত রেখেছিল আইএমএফ। অবশ্য একাধিক শর্ত পূরণ করার পরও আইএমএফ অর্থসাহায্য় নিয়ে কোনও আশ্বাস পাকিস্তানকে দেয়নি!
মূল্যবৃদ্ধির তালিকায় এক নম্বরেই রয়েছে পেঁয়াজ। জানা গিয়েছে, আর্থিক সংকট ঘনিয়ে আসার পরে পাকিস্তানে পেঁয়াজের দাম ২২৮.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে! অবিশ্বাস্য একটা হার! ময়দার দামও চমকে দিয়েছে। ময়দার দাম বেড়েছে ১২০.৬৬ শতাংশ! সিগারেটের দাম বেড়েছে ১৬৫.৮৮ শতাংশ! এই অর্থবর্ষেই গ্যাসের দাম ১০৮.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ডিজেল বেড়েছে ১০২.৮৪ শতাংশ, পেট্রোল বেড়েছে ৮১.১৭ শতাংশ! চায়ের দাম বেড়েছে ৯৪.৬০ শতাংশ, কলা ৮৯.৮৪ শতাংশ, বাসমতী চাল বেড়েছে ৮১.২২ শতাংশ, ডিমের দাম বেড়েছে ৭৯.৫৬ শতাংশ!