ওয়েব ডেস্ক : পাকিস্তানের গুপ্ত পরমাণু অস্ত্রভাণ্ডারের খোঁজ মিলল অবশেষে। দেশের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের হরিপুরে রয়েছে এই গুপ্ত পরমাণু অস্ত্রভান্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের মিলিটারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে চলছিল এই গুপ্ত ভাণ্ডারের খোঁজ। অবশেষে উপগ্রহের ছবি মারফত্ ধরা পড়ে এই গুপ্ত অস্ত্রভাণ্ডার।


আরও পড়ুন- রেহাই পাবেন কুলভূষণ, মত আইনজীবী মহলের একাংশের


উপগ্রহের ছবি অনুসারে ওই এলাকায় পাকিস্তান সাহিন-৩ সহ ওই শ্রেণীর আরও কয়েকটি পরমাণু অস্ত্রবহনকারী মিসাল তৈরি করে রেখেছে। ভারতককে একরকম চাপে রাখার জন্যই এই ব্যবস্থা করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


সম্প্রতি পাকিস্তান সাহিন-৩ মিসাইলের পরীক্ষামূলক উত্ক্ষেপণ করেছে। ২৭৫০ কিলোমিটার পাল্লার এই মিসাইল পরমাণু ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম।