ওয়েব ডেস্ক: সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যু মুখ থেকে ফিরলেন তারকা অভিনেত্রী পাওলি দাম। শৈল শহরে তুষারপাতে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন নবদম্পতি। সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবারই সেই দুর্যোগঘন পরিস্থিতি থেকে পাওলি দাম এবং অর্জুন দেব-সহ অন্যান্য পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে সুইস প্রশাসন। হেলিকপ্টারের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিয়ের ক'দিনের মধ্যে এ কী হাল হল অনুষ্কার!


দুবাই থেকে সুইজারল্যান্ড, মধুচন্দ্রিমার ঘোর কাটতে না কাটতেই দুঃস্বপ্নের সম্মুখীন নবদম্পতি। সুইজারল্যান্ডের আল্পসে তুষারপাতের সময় বিপর্যয়ের সম্মুখীন হন পাওলি দাম এবং অর্জুন দেব। তুষারপাতের কারণে মেটারহর্ন রিসোর্টে আটকে পড়েন বাকি পর্যটকরাও। মেটারহর্নের ওই স্কি রিসোর্ট থেকে সকলকে উদ্ধার করা গিয়েছে বলে এখনও পর্যন্ত খবর। 



উল্লেখ্য, ৪ ডিসেম্বর বন্ধু অর্জুন দেবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নায়িকা। পরের সপ্তাহেই মধুচন্দ্রিমার জন্য বেরিয়ে পড়েন নবদম্পতি। দুবাইতে নতুন বছরের উত্সবে সামিল হওয়ার পরই দু'জনে ইউরোপ পাড়ি দেন। সুইৎজারল্যান্ডের আল্পস ছিল তাঁদের মধুচন্দ্রিমার শেষ ল্যাপ। আর সেখানেই বিপর্যয়ের মুখে পড়লেন নবদম্পতি।