নিজস্ব প্রতিবেদন: নৌকার উপর ভেঙে পড়ল বিশাল পাথর। ব্রাজিলের এক জলপ্রপাতে ঘটা এই ভয়ানক দুর্ঘটনার জেরে অন্ততপক্ষে ৭ জন মৃত, ৯ জন মারাত্মক আহত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দক্ষিণ-পূর্ব ব্রাজিলের এক জলপ্রপাতে ভ্রমণরত মোটরবোটের উপরে একটি পাথরের দেওয়াল ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে। সেখানে তখন ভেসে বেড়াচ্ছিল বেশ কয়েকটি প্রমোদতরণী। জলপ্রপাতের গিরিখাতের দেওয়ালের একটি অংশ আচমকা সেগুলির উপর ভেঙে পড়ে। অন্ততপক্ষে দুটি নৌকা সরাসরি ওই পাথরের তলায় চাপা পড়ে। বিরাট আকারের ঢেউ ওঠে সন্নিহিত ক্যাপিটোলিও হ্রদে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, এখনও ৩টি মৃতদেহ উদ্ধার করা যায়নি। ডুবুরিরা নেমে পড়েছেন। যাঁরা আহত হয়ে কোথাও আটকে পড়েছিলেন তাঁদের মোবাইল ট্র্যাকারের মারফত 'লোকেট' করা গিয়েছে।


আহতের হাড় ভেঙে গিয়েছে। এদের মধ্য়ে একজনের আঘাত অত্যন্ত গুরুতর। সেই ব্যক্তির মাথায় ও মুখে তীব্র আঘাত। আরও ২৩ জনের আঘাত তত গুরুতর নয়।


কী করে ঘটল দুর্ঘটনা?


জানা গিয়েছে, গত দু সপ্তাহ ধরে এই অঞ্চলে তীব্র বৃষ্টিপাত ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, এজন্য ওই জলপ্রপাতের খাতের পাথরের সংযোগস্থলগুলি আলগা হয়ে পড়ে থাকতে পারে। সেরকমই কোনও পাথরের জোড়মুখ আলগা হয়ে গিয়ে সেটি ভেঙে পড়ে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Tourists Killed: প্রবল তুষারে আটকে হাজারখানেক গাড়ি, ভয়ঙ্কর ঠান্ডায় মৃত্যু শিশু-সহ ২১ পর্যটকের