ভিডিওতে দেখুন কীভাবে গোঁত্তা খেয়ে নামল যাত্রীবাহী বিমান
বরাতজোরে রক্ষা! যান্ত্রিক ত্রুটির কারণে মাটিতে গোঁত্তা খেতে খেতে নামল যাত্রীবাহী বিমান। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রাণহানির কোনও খবর নেই । ঘটনাটি উত্তর-মধ্য কাজাখস্তানের আস্তানা বিমানবন্দরের। আতঙ্কের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ।
ওয়েব ডেস্ক : বরাতজোরে রক্ষা! যান্ত্রিক ত্রুটির কারণে মাটিতে গোঁত্তা খেতে খেতে নামল যাত্রীবাহী বিমান। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রাণহানির কোনও খবর নেই । ঘটনাটি উত্তর-মধ্য কাজাখস্তানের আস্তানা বিমানবন্দরের। আতঙ্কের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ।
অবতরণের মুহূর্তে বিমানটির পাইলট বুঝতে পারেন ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ করছে না। ফলে বিমান নিয়ে তিনি আবার আকাশে উড়ে যান। যাতে আগুন না ধরে যায়, অতিরিক্ত সময়ের মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ তাই বিশেষ একধরনের ফোম ছড়িয়ে দেন রানওয়েতে। এরপর ১১৬ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার নিয়ে গোঁত্তা খেতে খেতে নামে বিমানটি। ল্যান্ডিং গিয়ার কাজ না করায় অবতরণের সময় বিমানটির সামনের চাকা খোলেনি। প্রাণে বেঁচে ভগবানকেই ধন্যবাদ জানিয়েছেন পাইলট!
দেখুন বিমানের গোঁত্তা খাওয়ার সেই ভিডিও-