ওয়েব ডেস্ক: পৃথিবীর সর্ববৃহত্ সোনা বাহিনীর অধিকারী গণ প্রজাতন্ত্রী চিন। চিনের গণ মুক্তি ফৌজই হল বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। গণ মুক্তি ফৌজে মোট সেনার সংখ্যা ২৩ লক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯২৭ সালের ১লা আগস্ট সরকারিভাবে তৈরি হয় এই বাহিনী।  চিনের গণমূক্তি ফৌজের প্রধান কার্যালয়- বেজিং-এর সেন্ট্রাল মিলিটারি কমিশন। এই কমিশানের চেয়ারম্যান হলেন চিনা রাষ্ট্রপতি এবং ভাইস চেয়ারম্যান হলেন জেনারেল ফ্যান চ্যাংলং।


আরও পড়ুন- বঙ্গ-বন্ধু চিন


এই বিপুলাকার ও অত্যন্ত দক্ষ সেনা বাহিনীর বলে বলীয়ান হয়েই আজ চিন সমগ্র বিশ্বের কাছে এক ত্রাস সৃষ্টিকারী সামরিক শক্তি। উল্লেখ্য, প্রতিরক্ষা বেজেটে বরাদ্দের নিরিখে আমেরিকা যুক্তরাষ্ট্রের পরেই চিনের স্থান।


আরও পড়ুন- গুরুত্বপূর্ণ হয়ে উঠল ব্রিক্স বৈঠক