নিজস্ব প্রতিবেদন: পেরুর নাজকা মরুভূমি এলাকায় পাহাড়ের গায়ে খোদাই করা এক বিড়ালের ছবির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। তাঁরা মনে করছেন, ইতিমধ্যেই ইউনেসকো-র হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত এই জায়গাটিতে পাওয়া ছবিটি অন্তত পক্ষে ২ হাজার বছরের পুরনো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ আমেরিকার নাজকা সংস্কৃতির অঙ্গ এই ছবি। এর আগেও অবশ্য ওই এলাকায় এরকম ধাঁচের ছবি দেখতে পাওয়া গিয়েছে। ৪৫০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই নাজকা লাইন। এটি আবিষ্কার হয় ১৯২৭ সালে। প্রত্নতাত্ত্বিকেরা জানান, রাজধানী লিমার দক্ষিণে নাজকা লাইনে খোঁজ মেলা বিড়ালের এই ছবিটি ১২০ ফুট লম্বা। ছবির রেখাগুলিও যথেষ্ট মোটা। ১২-১৫ ইঞ্চি পুরু!


এই সব ছবি সাধারণত এতই বড় আকৃতির হয় যে, ছবিগুলি আকাশ থেকেই দেখা যায়। পর্যটকেরা সেসব দেখতেও আসেন। কিন্তু পেরুর সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এই বিড়ালের ছবিটি এত দিন কারও নজরে আসেনি। সম্প্রতি রাস্তা তৈরির জন্য জায়গাটি পরিষ্কার করার পরেই বেরিয়ে আসে এই আশ্চর্য ছবি! ভিন্ন একটি সূত্র জানাচ্ছে, সংশ্লিষ্ট পাহাড়ের গা দীর্ঘদিন ধরে ক্ষয়ে যাওয়ার পরেই ছবিটি বেরিয়ে এসেছে।


আরও পড়ুন:  আলাস্কায় আতঙ্ক! তীব্র ভূমিকম্পে ইঙ্গিত মহাপ্রলয়ের!