স্কার্ট পরা যুবতীদের দেখে আফগানিস্তানকে সেনা সাহায্য করতে রাজি ট্রাম্প, খবর ওয়াশিংটন পোস্টে
ওয়েব ডেস্ক: আফগানিস্তানকে সেনা সাহায্য করার বিষয়ে কিছুতেই মনস্থির করতে পারছিলেন না ডোনাল্ড ট্রাম্প। সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার ১৯৭০ সালের একটি ছবি দেখান মার্কিন প্রেসিডেন্টকে। আর সেই ছবি দেখেই মত পাকা করে ফেলেন ডন। কিন্তু কী এমন ছিল সেই ছবিতে?
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, ১৯৭০ সালে কাবুলের রাস্তায় তোলা ওই ছবিতে তিন স্কার্ট পরা যুবতীর ছবি রয়েছে। আর সেই ছবি দেখিয়ে ম্যাকমাস্টার ট্রাম্পকে আশ্বস্ত করে বলেন, যে একসময় সেদেশে পশ্চিমী আদপকায়দা চালু ছিল। ফলে, চেষ্টা করলে গোঁড়ামি মুছে ফেলে আবারও আধুনিকতা ফিরিয়ে আনা সম্ভব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই কথাতেই ভরসা পান ট্রাম্প এবং রাজি হন সেনা সাহায্য করতে।