ওয়েব ডেস্ক: ঝড়ে উড়ে গেল টারম্যাকে দাঁড়িয়ে থাকা আস্ত একটা প্লেন। ঘটনাটি ঘটেছে চিনের শিয়ামেন বিমানবন্দরে। টাইফুন মেরান্তির দাপটে পার্ক করে রাখা বিমানটি উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে গ্রিন বেল্টে। প্লেনটির লেজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় অন্য একটি প্লেনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও, উদ্বোধন হল কোস্টারিকার সবচেয়ে বড় জলবিদ্যুত্‍ প্রকল্প রেভেন্টাজনের (REVENTAZON)। মধ্য আমেরিকার বৃহত্তম এই জলবিদ্যুত্‍ কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার। সময় লেগেছে ছ'বছর।


 


এছাড়াও, বেজিং ম্যারাথনে চ্যাম্পিয়ন হলেন ইথিওপিয়ার গেব্রে মেকুয়ান্ত আয়নিউ। দুঘণ্টা এগারো মিনিট আট সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। বেজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ার থেকে শুরু হওয়া বেজিং ম্যারাথনে যোগ দিয়েছিলেন বিভিন্ন দেশের তিরিশ হাজার দৌড়বীর।