ওয়েব ডেস্ক : মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বিকল। তবে বিমন চালকের উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বাঁচলেন ৫২০ জন যাত্রী। ঘটনাটি এয়ার ফ্রান্সের A380 বিমানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, প্যারিস থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল বিমানটি। প্রায় ৩৭ হাজার ফুট উচ্চতায় হঠাত্ই বিশাল শব্দ ও ঝাঁকুনি টের পান যাত্রারা। জানলা দিয়ে তাকাতেই দেখা যায় বিমানটির একটি ইঞ্জিনের অংশ ততক্ষণে ভেঙে উড়ে গিয়েছে। সেই সঙ্গে বিকল হয়ে গেছে ওই ইঞ্জিনটি। তা জানার পরই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। যদিও, বিমান চালকের অত্যন্ত তত্পরতা দেখান সেই সময়। ধীরে ধীরে বিমানটি নামিয়ে আনেন কানাডার গুজ বে বিমান বন্দরে। প্রাণে বেঁচে যান ৫২০ জন যাত্রী ও ২০ জন ক্রু। পরে যাত্রীদের অন্য একটি বিমানে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।


তদন্ত শুরু হয়েছে কেনও মাঝ আকাশে এমন ঘটনা ঘটল।


আরও পড়ুন- ইউরোপের ১৫তম দেশ হিসেবে সমকামী বিবাহে স্বীকৃতি জার্মানিতে