ওয়েব ডেস্ক : হ্যারিকেন ইরমার দাপটে লণ্ডভণ্ড উত্তর-পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। আর সেই সময় আচমকা একটি বিমান ওই ঝড়ের মধ্যে পড়ে যায়। আর ওই ভিডিও চোখে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, আচমকাই একটি বিমান ঝড়ের মধ্যে পড়ে কাঁপতে শুরু করে। বিমানের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে কেউ ওই ভিডিও রেকর্ড করে, তা আপলোড করে দেন। আর ওই ভিডিওতে  ইতিমধ্যেই ৭০০০ লাইক পড়েছে, শেয়ারও হয়েছে আরও ৫ হাজারবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




 



উত্তর-পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ-এর একাংশ যখন ছারখার হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ওই ভিডিও-ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগের ওই ঝড় আটলান্টিক সাগরের ওপর দিয়ে বইতে শুরু করলে সেই ভিডিওকে ক্যামেরা বন্দি করে কিভাবে মানুষের সামনে তুলে ধরলেন বিমান যাত্রীরা,এবার সেই মুহুর্তের সাক্ষী হয়ে যান আপনিও। 


ওই ঝড়ের ফলে বিপর্যস্ত বারবুডার জনজীবন। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেখানকার বিদ্যুত সংযোগও। প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হলেও, তাতে তেমন কোনও কাজ হয়নি বলে জানা যাচ্ছে ।