ধারণা বদলে দিল নতুন আবিষ্কৃত শিশু-ডায়নোসর `ফাবিয়ানে`র কঙ্কাল
প্রাপ্তবয়স্ক ডায়নোসরের চেহারার গঠনের সঙ্গে তাদের শাবকদের চেহারারও মিল থাকে
নিজস্ব প্রতিবেদন: সুইজারল্যান্ডে আবিষ্কৃত ফাবিয়ানের কঙ্কাল থেকে জানা যাচ্ছে, জীবিতাবস্থায় এর উচ্চতা ছিল প্রায় সাড়ে ৭ ফুট, ওজন ছিল ৪০-৬০ কিলোগ্রাম৷
প্রসঙ্গত, একটি পূর্ণবয়স্ক প্লেটোসরাস অনায়াসে ১৬-৩২ ফুট উঁচ্চতার হতে পারে। তার ওজন হতে পারে প্রায় চার হাজার কিলোগ্রামের মতো ৷
পেলিওন্টোলজিস্টেরা এতদিন মনে করতেন, প্রাপ্তবয়স্ক ডায়নোসরের চেহারার গঠনের সঙ্গে তাদের শাবকদের চেহারার কোনো মিলই থাকে না৷ কিন্তু জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্লেটোসরাস প্রজাতির ডায়নোসরের বিষয়ে এই অনুমান ভুল প্রমাণ করেছেন৷ সেই গবেষণাই প্রকাশিত হয়েছে একটি জার্নালে৷
২০১৫ সালে সুইজারল্যান্ডে পাওয়া গিয়েছিল এই প্লেটোসরাসের শাবকের কঙ্কাল। যাকে 'ফাবিয়ান' নাম দেন গবেষকরা৷ সেই কঙ্কালের ওপর পরীক্ষা চালিয়ে জানা যায়, তৃণভোজী প্রাপ্তবয়স্ক প্লেটোসরাস ও শিশু প্লেটোসরাস দেখতে একইরকম! শিশু ডায়নোসরটির চেহারা ও শরীরের গঠন প্রায় পুরোপুরি একটি প্রাপ্তবয়স্ক ডায়নোসরের ছোট সংস্করণের মতো৷
একটু ফারাক অবশ্য আছেই। শিশু ও পূর্ণবয়স্ক প্লেটোসরাসের গঠন একশো শতাংশই হুবহু একরকম নয়৷ শাবকটির হাত ও গলা পূর্ণবয়স্ক প্লেটোসরাসের চেয়ে কিছুটা লম্বা। শাবকের হাতের হাড় কিছুটা সরু ও ছোট হয়৷
গবেষকরা জানাচ্ছেন, প্রায় ২২০ কোটি বছর আগে উত্তর ও মধ্য ইউরোপ এবং গ্রিনল্যান্ড ছিল এই প্রজাতির ডায়নোসরের চারণভূমি৷
আরও পড়ুন: আসবাবপত্র নিয়ে হোয়াইট হাউসে ঢুকতে এখনও কিছু দেরি আছে বাইডেনের