জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শূন্যে হেঁটে এক দেশ থেকে আরেক দেশ! তাও মাত্র ৪৭ মিনিটে! না না এ কোনও মনগড়া কাহিনী বা রূপকথার গল্প নয়... এমনই আর্শ্চযজনক এক ঘটনা ঘটেছে তুরস্কের ইস্তান্বুল শহরে। এক ব্যক্তি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে এক সরু তারের উপর দিয়ে হেঁটে এশিয়া থেকে ইউরোপে পাড়ি দিয়েছেন। সেই দৃশ্য় দেখে চোখ ছানাবড়া হয়েছে অনেকেরই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:Bangladesh: খাইয়ে-পিটিয়ে ক্যাম্পাসেই খুন! ছাত্র রাজনীতি নিয়ে বড় সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের...



প্রথমে মনে হতে পারে শূন্যে হাঁটছেন ওই ব্যক্তি। তবে একটু খেয়াল করলেই দেখা যাবে একটি সূক্ষ্ম সরু তারের ওপর দিয়ে সাবলীল ভাবে হাঁটছেন তিনি। তুরস্কের ইস্তান্বুল শহরের বিখ্যাত বসফরাস সেতুর উপর স্ল্যাকলাইন দিয়ে হেঁটে এশিয়া থেকে ইউরোপে গেছেন এস্তোনিয়ার নাগরিক জান রুজ। মোট ১ হাজার ৭৪ মিটার স্ল্যাকলাইন হেঁটে মাত্র ৪৭ মিনিটে সেতুটি পার করেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে তারের ওপর হার্নেস লাগিয়ে এই অসম্ভব কাজটা সম্ভব করেছেন তিনি। তার অভিজ্ঞতা জানাতে গিয়ে রুজ বলেন, শুধুমাত্র সামনের দিকে তার প্রতিটি পদক্ষেপের ওপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটি তিনি স্বাধন করেছেন। ১ হাজার ৭৪ মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সঙ্কুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি। 


আরও পড়ুন: Flesh-eating disease: স্পাইডার ম্যান! তবে ইনি উড়তে পারেন না, কামড়ের পর খুলে খুলে পড়ছে মাংস...


এছাড়াও তিনি বলেন, নিচে থেকে আসা গাড়ির আওয়াজ হাঁটার সময় প্রতিকূলতার সৃষ্টি করেছিল ঠিকই তবে তিনি অত্য়ন্ত সাবধানতার সঙ্গে সেতুটি পার করেছেন। উপর থেকে তুরস্কের পুরোনো শহরগুলোর সঙ্গে ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন বলেও জানান রুজ।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)